বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় ঈদ উপলক্ষে ভিজিএফ এর বিশেষ বরাদ্ধ জন প্রতি ১০ কেজি করে চাল পরিমাপে কম দিয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বাররা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল সরেজমিনে বামনা খাদ্য গুদামে গিয়ে দেখা গেছে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে উপজেলার অতিদরিদ্র উপকারভোগীরা ভিজিএফএর ১০ কেজি চাল নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে রয়েছেন। এত কষ্টের পরেও তাদের ভাগের চাল থেকে চেয়ারম্যান ও মেম্বাররা জন প্রতি আড়াই কেজি চাল কমদিয়ে তারা হজম করেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাগেছে, এবারের ঈদে প্রতি ইউনিয়নে ১হাজার ১৭৫ জনকে ১০ কেজি করে মোট ১১ হাজার ৭৫০ কেজি ভিজিএফ এর চাল বরাদ্ধ দেওয়া হয়েছে। তা থেকে বামনা সদর ইউনিয়নে ৩ হাজার ৫২৫ কেজি চাল সংশ্লিষ্ট চেয়ারম্যান ও মেম্বাররা আত্মসাৎ করেছেন বলে উপকারভোগীরা অভিযোগ করেছেন।

চাল কম দেওয়ার কথা অস্বীকার করে বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত কবির হাওলাদার বলেন, আমরা ট্যাগ কর্মকর্তাকে নিয়ে জনপ্রতি নয়কেজি দিয়েছি এবং বাকি চাল উপস্থিত দুঃস্থদের মধ্যে বিতরণ করেছি।

এ ব্যাপারে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ভিজিএফ এর চাল কম দেওয়ার বিষয়ে আমার জানা নেই। যদি কোন উপকারভোগীরা অভিযোগ দায়ের করেন তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(এমএইচ/জেএ/জুলাই ২৩, ২০১৪)