স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাকিব আল হাসান শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাওয়া নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইতিমধ্যে আপিল করেছেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তার আপিলের বিষয়ে ঈদের পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন। তবে বোর্ড সাকিবকে অনুশীলন করার সুযোগ তৈরি করে দিয়েছে।

ইতিমধ্যে বোর্ড সাকিবের অনুশীলনের একটি গাইডলাইন তৈরি করেছে। সে অনুসারে বাংলাদেশ দলের নতুন কোচ হাথুরুসিংহে সাকিবের জন্য একটি সূচি তৈরি করে ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছেন। কিন্তু ঈদের ছুটির আগে মাত্র একদিন অনুশীলন করবে টাইগাররা। বৃহস্পতিবার শেষ অনুশীলন করে ঈদের ছুটিতে যাবে মুশফিকরা। সে কারণে ঈদের আগে আলাদাভাবে অনুশীলন করা হচ্ছে না সাকিবের।

তবে ঈদের পর ২ আগষ্ট থেকে মিরপুরে অনুশীলন করতে পারবেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিষেধাজ্ঞা সত্ত্বেও তার অনুশীলনের সুযোগটি করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট কমিটি। তবে সাকিব কি একা একা অনুশীলন করবেন, নাকি জাতীয় দলের সঙ্গে সেটা এখনো পরিস্কার নয়। কোচ হাথুরুসিংহে যে সূচি সাকিব আল হাসানকে পাঠিয়েছেন সেখানে আলাদা অনুশীলন করারই ইঙ্গিত রয়েছে।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)