স্পোর্টস ডেস্ক, ঢাকা : এখন রানার্সআপ হওয়ার হাতছানি নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সামনে। লিগের ২৭তম রাউন্ডে কঠিন সমীকরণের মুখে দাঁড়িয়ে দলটি। লিগের ২৬তম রাউন্ডে ফেনী সকার ক্লাবের বিপক্ষে ১-০ গোলের জয়ে রানার্সআপ হওয়ার স্বপ্নে জ্বালানি জুগিয়েছে মানিকের শিষ্যদের।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে ৩৪ মিনিটে এলিটা কিংসলের একমাত্র গোলে ফেনী সকার ক্লাবকে হারায় মুক্তিযোদ্ধা সংসদ।

লিগে ২৬ ম্যাচে মুক্তিযোদ্ধা ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে আর আবাহনী সমান ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র আবাহনী থেকে তিন পয়েন্ট পেছনে থেকে টেবিলের তিনে রয়েছে। তবে লিগের শেষ ম্যাচে যদি আবাহনী পরাজিত হয় আর অন্যদিকে মুক্তিযোদ্ধা পূর্ণ তিন পয়েন্ট প‍ায় তবেই তৃতীয় হবে তারা। তবে সে স্বপ্ন হয়তো কোচ শফিকুল হক মানিক নিজেও দেখছেন না। কারণ শেষ ম্যাচ আবাহনীর প্রতিপক্ষ টেবিলের আট নম্বর দল চট্টগ্রাম আবাহনী।

তবে লিগের শুরুতেই মুক্তিযোদ্ধা কোচ শফিকুল হক মানিকে বলেছিলেন আমাদের লক্ষ্য টপ তিনের মধ্যে থাকা। আবার শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা যদি হারে আর মোহামেডান জিতলে তখন টেবিলের চারে নেমে আসতে হবে মুক্তিযোদ্ধাকে।

বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলবে চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লড়বে ব্রাদার্স ইউনিয়নের সাথে টিম বিজেএমসি।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)