সময়ের সন্ধিক্ষণ

জীবন চালনার পথে ধুকেছি প্রতিক্ষণে
গড়েছি নিজের জীবন বাস্তবতার শনে,
চিন্তা-ভাবনায় ছিলো প্রিয় আপন দু'জন
আজও ভাবি তাদেরকে প্রতি ক্ষনে ক্ষনে।
-
পেয়েছি সুখ শান্তি জীবনের মাঝ পথে এসে
হারিয়েছে প্রিয় দু"জন জীবনের সুখের ক্ষনে,
এইতো জীবন হয়না জানা কি হবে পরক্ষণে
তবুও থাকে স্বপ্ন জীবনের প্রতিটি তনে।
-
মহান আল্লাহর কাছে চাই যে সন্মানিত জীবন
টাকা-পয়সা,ধন-দৌলত চাইনা বেশি কিছু,
জীবন বাঁচাতে প্রয়োজন যতটা সম্পদের
ততটাই চাইবো আমি ঘুরবোনা অন‍্যের পিছু।
-
চাইবো মাওলার কাছে তিনিই দিবেন সুখ শান্তি
দেখাবেন সঠিক পথ চলতে জীবনের তাগিদে,
এটাই প্রার্থনা আমার মালিক মাওলার কাছে
তিনি পারেন সবকিছু সকলের জীবন সাজাতে।