নিউজ ডেস্ক : নার্সারি শাখায় অংশ গ্রহণ করে পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করায় শিক্ষার্থী তাইনুবাহ রুশনি (৫)‘বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তি-২০১৮’তে স্বর্ণপদক লাভ করেছেন।

বুুধবার বিকালে পত্রিকার মাধ্যমে এর ফলাফল প্রকাশ করা হয়।

তাইনুবাহ রুশনি পূর্ব বৈলছড়ি ডাক্তার মনিরুল আলম গ্রাসরুটস্ স্কুলের নার্সারি গ্রুপের শিক্ষার্থী ছিল। প্রায় ১৫ হাজার শিক্ষার্থীদের মধ্যে সে প্রথম স্থান ও স্বর্ণপদক অর্জন করেন।

তিনি বাঁশখালী উপজেলার পূর্ব বৈলছড়ি ৩নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা পিতা আব্দুর রশিদ ও মাতা জেসমিন আকতার এর সুযোগ্য কণ্যা । পিতা পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার। বড় হয়ে সে ডাক্তার হতে চায় এবং সকলের দোয়া প্রার্থী।

মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এর নামে স্বর্ণপদক বৃত্তি’টি আল আমিন সংঘের ব্যবস্থাপনা ও মজুমদার ফাউন্ডেশনের সহযোগিতায় প্রতি বছর অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

স্বনামখ্যাত শিক্ষক মোহাম্মদ ওসমান গনি পরীক্ষা নিয়ন্ত্রক ও আহ্বায়ক ছিলেন জসিম উদ্দীন মজুমদার।

(ওএস/এসপি/মার্চ ১০, ২০১৯)