চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রবিবার ‘দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগ কর্তৃক আয়োজিত দিবসের কর্মসূচির মধ্যে ছিলো চিত্রাংকন প্রতিযোগিতা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দূর্যোগ মোকাবেলার মহড়া, র‌্যালি ও আলোচনা সভা।

সকালে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস চাটমোহর স্টেশনের কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত হয় দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতির মহড়া। এরপর বের হয় র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাসানুজ্জামান, একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, পিআইও অফিসের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারী খলিলুর রহমান, কল্যাণ কুমার সরকার, ফায়ার সার্ভিস চাটমোহরের মাঠ কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

(এসএইচএম/এসপি/মার্চ ১০, ২০১৯)