সুজানগর (পাবনা) প্রতিনিধি : “দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি” স্লোগানে পাবনার সুজানগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

রবিবার সকালে বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে পৌসভার প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও স্টেশন অফিসার কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদের রোকন।

বিশেষ অতিথির বক্তব্যদেন উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আলহজ্ব আব্দুল ওহাব। এসময় আরো বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, ফায়ারম্যান ফরিদ হোসেন প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগীতা পরবরতি সুজানগর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের দুর্যোগ প্রস্তুতিমূলক প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

(এস/এসপি/মার্চ ১০, ২০১৯)