জোটন চন্দ্র ঘোষ : ময়মনসিংহের হালুয়াঘাটে রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় দুযোর্গ প্রস্ততি দিবস পালিত হয়েছে। 

“দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুকি ” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও অগ্নী নির্বাপন,ভূমিকম্প থেকে দ্রুত রক্ষার উপর অগ্নী মহড়া অনুষ্ঠিত হয়।

হালুয়াঘাট আর্দশ সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের ভুমিকম্প ও অগ্নিকান্ডসহ দূযোর্গ মোকবিলায় বিভিন্ন বিষয়ে সমাধানের কলাকৌশল শিক্ষা প্রদান করেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এমদাদুল হক সহ ফায়ার সার্ভিসের সদস্যগণ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ( ভূমি) লূৎফুন নাহার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন, দুযোর্গ ব্যবস্থাপনা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ,উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।

এছাড়াও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব সহ সহকারী শিক্ষক/শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মার্চ ১০, ২০১৯)