স্পোর্টস ডেস্ক, ঢাকা : বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা মনে করেন, পরের মৌসুমে যদি তার শিষ্যরা ভাল করতে না পারে, তবে ক্লাবে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

এ স্প্যানিয়ার্ড বলেন, ‘এখানে কোনো গোপনীয়তা নেই। যদি আমি কোনো শিরোপা দলকে এনে দিতে না পারি, তবে আমার পরিবর্তে অন্য কোচ ক্লাবে চলে আসবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। বার্সেলোনার জন্য যেমনটা করেছি।’

৪৩ বছর বয়সী গার্দিওলা বলেন, ‘আমি যে দেশ থেকে এসেছি, সেখানে খেলোয়াড়রা ভিন্নভাবে ফুটবল খেলে থাকে। আমি এখানে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার শিষ্যরাও আমার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।’

গার্দিওলা তার সাবেক ক্লাব বার্সেলোনাকে এনে দিয়েছেন পরপর তিনবার লা লিগার শিরোপা, দুইবার কোপা দেল রে’র শিরোপা, দু’বার করে উয়েফা চ্যাম্পিয়ন্স ও সুপার কাপ।

বায়ার্নকে জিতিয়েছেন বুন্দেসলিগা শিরোপা, উয়েফা সুপার কাপ, ফিফার ক্লাব ওয়ার্ল্ড কাপ। কোচ হিসেবে নিজে দু’বার জিতেছেন ডন ব্যালন অ্যাওয়ার্ড, উয়েফার সেরা কোচের পুরস্কার, ফিফার বর্ষসেরা কোচের পুরস্কার।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)