নওগাঁ প্রতিনিধি : “দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি,  হ্রাস করবে জীবন সম্পদের ঝুঁকি” এই প্রতিপাদ্য নিয়ে রবিবার বর্ন্যাঢ্য র‌্যালী আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে নওগাঁয় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

বর্ন্যাঢ্য র‌্যালির উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন।

এদিন সকালে পুরনো কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিলা স্কুলে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, জেলা ত্রান পুনবাসন কর্মকর্তা আব্দুল মান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জয়া মারিয়া পেরারা প্রমুখ ।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

(বিএম/এসপি/মার্চ ১০, ২০১৯)