দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : 'দুর্যোগ সহনীয় আবাসন গড়ি, নিরাপদে বাস করি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র‌্যালি, মহড়া ও পথনাট্যের মধ্য দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

রবিবার সকাল ১০ টায় দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের শিক্ষার্থীদের আয়োজনে পবিপ্রবি ক্যাম্পাস চত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জয় বাংলার পাদদেশে শেষ হয়।

পরে শিক্ষার্থীরা দুর্যোগ মোকাবেলায় নানা ধরনের কৌশল প্রদর্শণী ও পথনাট্য পরিবেশন করেন । এসময় দুর্যোগ ব্যবস্থাপনা অনুষদের প্রফেসর ড. একে.এম আবদুল আহাদ বিশ্বাসসহ অনুষদের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এস/এসপি/মার্চ ১০, ২০১৯)