বাগেরহাট প্রতিনিধি : বেতন-বোনাস এর দাবিতে মংলা ইপিজেড এর গেইট অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। বুধবার সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত শ্রমিকরা মুল গেট অবরোধ করে বিক্ষোভ করতে থাকে।এসময় সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে পড়ে।পরে পুলিশ এসে শ্রমিকদের সরিয়ে দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, মংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় অবস্থিত বোরা ইন্টারন্যাশনাল নামক রাবার ফ্যাক্টরীতে কর্মরত ২১৫ শ্রমিকের বেতন ও ঈদের বোনাস দিতে মালিক পক্ষ অপারগতা প্রকাশ করে। এরপর শ্রমিক প্রতিনিধিরা উর্দ্ধতন কতৃপক্ষের সাথে দেন দরবার করতে থাকে। এতে কোন কোন ফল না হওয়ায় শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বুধবার সকালে ইপিজেড এর মুল গেট ৪ ঘন্টা অবরোধ করে রাখে। পরে ফ্যাক্টরীর এ জি এম কাজী শামছুল আরিফ আগামী ২৮ জুলাই বেতন বোনাস পরিশোধের আশ্বাস দিলে পুলিশের সহায়তায় ৪ ঘন্টা পর ইপিজেড কর্তৃপক্ষ সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয়।

(একে/এটিআর/জুলাই ২৩, ২০১৪)