রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিপরীতমুখী মোটর সাইকেলে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে কালিগঞ্জগামি কিংফিসার পরিবহন উল্টে একজনের মৃত্যু ও ১১ জন আহত হয়েছে। 

রবিবার সকাল সাড়ে ৬টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের সেকেন্দ্রা রাফসান ব্রিকস ফিল্ড মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদেঙ্খীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের নাম হাবিবুর রহমান (১৮)। তিনি সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দেবহাটা উপজেলার বহেরা খাসখামারের আব্দুল গফফারের ছেলে গোলাম রসুল (৪৫), কুলিয়া গ্রামের আজগর আলীর ছেলে এছানুর (২২) ও আব্দুল হাকিমের ছেলে হৃদয় (২০) জানান, তারা রোববার সকাল সাড়ে ৬টার দিকে সেকেন্দ্রা মোড়ের পাশে মকবুল হোসেনের মুদিখানা দোকানে বসে ছিলেন। এ সময় কালিগঞ্জগামী কিংফিসার পরিবহনটি (যশোর-ব-১১-০১৫০) একটি ইঞ্জিনচালিত ভ্যানকে ওভারটেক করতে যেয়ে বিপরীতমুখী এক মোটর সাইকেলে ধাক্কা মারে। এ সময় পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে মকবুলের মুদি দোকানের মধ্যে ঢুকে পড়ে উল্টে যেয়ে তারাসহ পরিবহনের আটজন যাত্রী আহত হন। ঘটনাস্থলেই মারা যায় মোটর সাইকেল আরোহী হাবিবুর রহমান।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা সদর হাসেপাতালে ভর্তি করে। অন্যদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করে হয়েছে। তবে কিংফিসার পরিবহনের ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি।

(আরকে/এসপি/মার্চ ১০, ২০১৯)