স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। এসময় তাদের কাছ থেকে ৩টি চাকু, ৪টি স্টেইনলেস ব্লেড ও ১ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হল- রুবেল (১৮), লিমন (২২), টুটুল (২২) ও তৌসিফ (১৮)।

র‌্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার দিনগত রাতে নিউমার্কেট-গাবতলীগামী মেইন রোডস্থ ট্রমা সার্জিকেল সেন্টারের সামনে পাকা রাস্তার উপর পথচারী একজন অজ্ঞাত মহিলার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ নেওয়ার জন্য টানাটানি করছে। মহিলার চিৎকারে থেকে তাৎক্ষনিকভাবে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে।

(বিজ্ঞপ্তি/এসপি/মার্চ ১০, ২০১৯)