মাদারীপুর প্রতিনিধি : সাংবাদিক ও আইনজীবীদের নিয়ে কটূক্তি করার অভিযোগে বুধবার দুপুরে সাতক্ষীরা থানার ওসি এনামুল হক ও এসআই হেকমত আলীর বিরুদ্ধে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা হয়েছে। জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সার্বিক) এ্যাডভোকেট শহিদুল রহমান খান মামুন আদালতে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, ৪ জুলাই জমি সংক্রান্ত বিষয় নিয়ে সাতক্ষীরা সদর থানার তদন্তনাধীন একটি মামলার বাদী-বিবাদীদের নিয়ে থানা চত্বরে শালিস বৈঠক বসে।

এ সময় সাতক্ষীরার স্থানীয় ‘দৈনিক নওয়াপাড়ার খবর’ পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি সেলিম হোসেন ও অপরপক্ষ একই এলাকার এ্যাডভোকেট আবুল কালাম ও তার ভাই এ্যাডভোকেট জিয়াউর রহমানকে উদ্দেশ্য করে থানার ওসি এনামুল হকের সামনে বসেই এসআই হেকমত আলী আপত্তিকর মন্তব্য করেন। এতে শালিস বৈঠকে উপস্থিত শতাধিক মানুষ বিষয়টি নিয়ে ফুঁসে উঠে।

পরের দিন ৫ জুলাই দৈনিক কালের কন্ঠ পত্রিকায় ‘সালিশে এসআই হেকমত বললেন এমপি নেতা গোনার সময় নাই, উকিল সাংবাদিকরা বেয়াদব’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

এরই সূত্র ধরে বুধবার দুপুরে মাদারীপুর জেলা আইনজীবী সমিতির সহ সাধারণ সম্পাদক (সার্বিক) এ্যাডভোকেট শহিদুল রহমান খান মামুন বাদী হয়ে সাতক্ষীরা থানার এসআই হেকমত আলীকে প্রধান আসামী ও ওসি এনামুল হককে দ্বিতীয় আসামী করে মাদারীপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়।

(এএস/জেএ/জুলাই ২৩, ২০১৪)