স্পোর্টস ডেস্ক, ঢাকা : সাবেক তারকা লুইস সুয়ারেজের পাশে এসে দাঁড়িয়েছেন সেভিয়ার খেলোয়াড় লাগো আসপাস লিভারপুলের। শুধু আসপাস নয়, সুয়ারেজ তার পাশে পেয়েছেন উরুগুয়ের সতীর্থ এডিনসন কাভানিকেও।

ফিফা সুয়ারেজকে নয় ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্বকাপে ইতালির এক খেলোয়াড়কে কামড়ে দেওয়ার কারণে। চার মাস তাকে ফুটবল সংশ্লিষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে।

আসপাস মনে করেন, সুয়ারেজকে ফিফা থেকে ফুটবলার আখ্যায়িত না করে ফুটবলের আসামী বলা হয়েছে। তিনি বলেন, ‘তারা সুয়ারেজকে ফুটবলার না বলে, ফুটবলের খুনী হিসেবে ধরে নিয়েছে।’

এদিকে পিএসজিতে খেলা কাভানি বলেন, ‘আমি মনে করি সুয়ারেজ একটি ভুল করে বসেছে। ফিফার দেওয়া শাস্তি ঠিক হলেও, তার বহিষ্কার সম্পর্কে দেওয়া অনুমোদনটি একটু বেশিই বাড়াবাড়ি হয়েছে।’

কাভানি আরো বলেন, ‘তাকে বিশ্বমঞ্চ থেকে বের করে দেওয়া হয়েছে, যা একজন ফুটবলারের কাম্য নয়। তাকে মাঠে না পাওয়াটা জাতীয় দলের উপর প্রভাব ফেলেছিল।’

২৭ বছর বয়সী সুয়ারেজ নিষেধাজ্ঞা কাটিয়ে তার নতুন ক্লাব বার্সায় খেলতে পারবেন। তবে সে জন্য তাকে অপেক্ষা করতে হবে ২৬ অক্টোবর।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)