বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে তৃতীয় লিঙ্গ হিজরাদের উদ্যোগে ঐতিহাসিক হজরত পাগল পীর (রহঃ) এর মাজারে ওরশ অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার রাতে বাগেরহাটের রণবিজয়পুরে হযরত খানজাহানের মাজার শরীফ এলাকায় অবস্থিত মাজারে পাগালা পীরের অনুসারী ও ভক্তরা এই ওরশে অংশ নেন। এসময় বাগেরহাটে মাজারের গিলাপ পরিবর্তন, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়। পরে মনোজ্ঞ ধর্মীয় গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে হজরত পাগল পীর (রহঃ) বিপুল সংখক অনুসারীরা ওরশে নেন।

হজরত খানজাহান আলী (রহঃ) সাথে তার সহযাত্রী হিসেবে প্রায় সাড়ে ৬শত বছর আগে বাগেরহাটে আসেন হজরত পাগল পীর (রহঃ)। ঐতিহাসিকদের মতে হজরত পাগল পীর (রহঃ) অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন।

(এসএকে/এসপি/মার্চ ১১, ২০১৯)