দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে সোমবার সকালে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ৬৬০জন হতদরিদ্র মানুষের মাঝে ১০টাকা কেজি দরে চাল বিতরণী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপজেলা শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুরে ডিলার আজিজার রহমানের গোডাউনে আনুষ্ঠানিকভাবে ১০টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলার সভাপতিত্বে আয়োজিত চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী। অন্যান্যেদের মধ্য বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ডিলার আজিজার রহমান প্রমুখ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা গোলাম মওলা বলেন, শিবনগর ইউনিয়নের ৬৬০জন হতদরিদ্র মানুষের মাঝে ১০টাকা দরে ৩০কেজি ওজনের চাল বিতরণ করা হয়। প্রত্যেক কার্ডধারী তিন মাস ৩০কেজি করে চাল ক্রয় করতে পারবেন। প্রতি সোম, মঙ্গল ও বুধবারে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কার্যক্রম খোলা থাকবে।

(এসিজি/এসপি/মার্চ ১১, ২০১৯)