নওগাঁ প্রতিনিধি : সোমবার দুপুরে নওগাঁয় মহান মুক্তিযুদ্ধের গল্পবলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই গল্পবলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ হারুন অল রশিদ। তিনি তার বক্তব্যে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সূচনা এবং সর্বশেষ বিজয়ের ইতিহাস বিস্তারিত তুলে ধরেন। কোথায় কিভাবে যুদ্ধ হয়েছে, কারা যুদ্ধ করেছে, কারা প্রাণ দিয়েছে এবং কারা যুদ্ধের বিরোধীতা করেছে, এমন বিস্তারিত তুলে ধরেন।

এসময় নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে বিষদ জ্ঞান অর্জন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী শিক্ষক শ্যামপদ মুস্তফী, দিবা শাখার সুভেন্দু কুমার সরকার ও ছাত্রবৃন্দ।

(বিএম/এসপি/মার্চ ১১, ২০১৯)