নওগাঁ প্রতিনিধি : সোমবার নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাজারে ময়লা-আবর্জনা ফেলতে ১৬ টি কন্টেইনার দেয়া হয়েছে। 

এদিন সকাল থেকেই উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও পরিচ্ছন্ন বাংলাদেশের সৌজন্যে কন্টেইনারগুলো দেয়া হয়। বেলা ১১টায় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্টেইনার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিছন্ন বাংলাদেশের উদ্যোক্তা কাজী শামিম হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল আলম, প্রাথমিক শিক্ষা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোবারক আলী প্রমুখ।

শিক্ষার্থীদের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় সচেতন করার দায়িত্ব গ্রহনের আহ্বান জানান ইউএনও কল্যাণ চৌধুরী।

(বিএম/এসপি/মার্চ ১১, ২০১৯)