ধামইরহাটে ভিক্ষুকদের মাঝে গাভী, ছাগল ও হাঁস-মুরগী বিতরণ
নওগাঁ প্রতিনিধি : সোমবার সকাল সাড়ে ১০টায় নওগাঁর ধামইরহাটে ভিক্ষুক পূনর্বাসন প্রকল্পের অধীনে ভিক্ষুকদের মাঝে বাছুরসহ গাভী, ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্ত্বরে এসব সামগ্রী বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়। নওগাঁ জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের আর্থিক সহায়তায় জাহানপুর ও ধামইরহাট ইউনিয়নের ৪জন ভিক্ষুককে পূনর্বাসনের লক্ষে এসব সামগ্রী বিতরণ করা হয়। দুই জনকে বাছুরসহ গাভী এবং ১জনকে ৩টি ছাগল ও ১০টি পাতিহাঁস এবং অপর জনকে ৩টি ছাগল ও ৫টি মুরগী ও ৫টি পাতিহাঁস বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ধামইরহাট সরকারি এমএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ই¯্রাফিল হোসেন, ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান, জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.ওসমান আলী, ইউপি সচিব উত্তম কুমার মন্ডলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, পর্যায়ক্রমে সকল ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে বিরত রেখে তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।
(বিএম/এসপি/মার্চ ১১, ২০১৯)