দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে বাছাইয়ে বাতিল হওয়া ৫ভাইস চেয়ারম্যান প্রার্থীর আপীলে ৪জন তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। গত রবিবার জেলা প্রশাসকের দরবার হলে আপীল বোর্ডের সিদ্ধান্তে বাতিল হওয়া ৫ জনের মধ্যে ৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পায়।

এরা হলেন মো: শাহজাহান আকন সেলিম, মো: হাফিজুর রহমান বাবুল, মোসা: নাজমুন নাহার শিরিন ও চামেলী বেগম।

দুমকি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্ণিং অফিসার মো: শাহীন শরীফ জানান, গত ৬মার্চ মনোনয়ন পত্র বাছাইয়ে মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় শাহজাহান আকন সেলিম, ঋণ খেলাপীর অভিযোগে মো: হাফিজুর রহমান এবং মনোনয়ন পত্রের সাথে সংযুক্ত ভোটারের স্বাক্ষর গরমিল থাকায় ৪জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। প্রার্থীতা বাতিল হওয়ায় তারা গত ৯ মার্চ জেলা প্রশাসকের কাছে আপীল করেন। আপীলে ৫প্রার্থীর মধ্যে ওই ৪জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থীতা ফিরে পায়।

উল্লেখ্য, গত ৪মার্চ মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ার‌্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। বাছাইয়ে চেয়ারম্যান পদে ৪জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জনের মনোনয়ন বৈধ এবং ৫ভাইস চেয়ারম্যানের মনোনয়ন বাতিল হয়ে যায়।

(এস/এসপি/মার্চ ১১, ২০১৯)