স্পোর্টস ডেস্ক, ঢাকা : জার্মানির ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা নিজের ক্যারিয়ার আর দীর্ঘায়িত করতে চাইছেন না। তবে অবসরে যাওয়ার আগে আরও এক বছর খেলতে চান বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা এই উইঙ্গার।

জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছে। জয়ী দলের গর্বিত সদস্য লাজিওর এই ফুটবলার। সঙ্গে নিজেও গড়েছেন রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৬ গোলের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। তার পরই রয়েছেন ব্রাজিলের রোনালদো। তার গোল সংখ্যা ১৫।

৩৬ বছর বয়সী ক্লোসা অবসর নিয়ে তার ইচ্ছের কথা ব্যক্ত করেছেন বিল্ডকে। সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি ২০১৫ সালে অবসর নেব। তার আগে এক মৌসুম খেলতে চাই।’

সব মিলে জার্মানির হয়ে চারটি বিশ্বকাপে খেলেছেন ক্লোসা। ২০০২ থেকে ২০১৪ অবধি খেলেছেন এই ফরোয়ার্ড। তার ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। খেলেছেন কাইসার্সস্লাউটার্ন, ওয়েডের ব্রেমেন ও বায়ার্ন মিউনিখে। বর্তমানে তিনি খেলছেন লাজিওতে।

(ওএস/পি/জুলাই ২৩, ২০১৪)