ভুল পথে

ভুল পথে কাটিয়েছি জীবনের মূল‍্যবান সময়
মাঝ পথে দেখা দিলো জীবনের পরাজয়,
নিজেকে নিজেই করেছি অবহেলা তুচ্ছ
তাইতো নেমেছে জীবনে অন্ধকার সময়।
-
নিরবে নিস্তেজ হয়ে যাচ্ছে প্রতিটি দিন
তবুও মানতে পারিনা আমি তুচ্ছতাচ্ছিল্য জীবন,
হাটি হাটি পা পা করে সামনে এগিয়ে যাই
যদি আমি পূর্বের জীবন আবার ফিরে পাই।
-
আমি আজ অসহায় জীবন কাটাই প্রতিক্ষণ
মাঝে মাঝে মনে মনে একজন মানুষ খুজি,
যদি মাওলা সহায়তা করেন একটু আমায়
তবেই পাবো ফিরে আমি হাসিখুশি জীবন।
-
হঠাৎ করে পেলাম দেখা দুজন মানুষের
দুখের জীবন নিয়ে আমি আলোচনা করলাম,
সত্যিই আমি গর্বিত পেয়ে তাদের মতো মন
একজন হলেন বাবু ভাই অন‍্য জন শাকিল।
-
বাবু ভাই এমন মানুষ তাকে চিনতে পেরেছি
হাসিখুশি মন তার সহজে বুঝতে পারলাম,
ধীরে ধীরে জীবনের সবকিছু বললাম
তাইতো তিনি আজ মেনেছেন ভাই হিসেবে।
-
শাকিল ভাই ভালো মানুষ তাকেও চিনি
তিনি থাকেন সবসময় অসহায়ের পাশাপাশি,
একটু মাথা গোজার ঠাই পেলাম দুনিয়ায়
তাইতো তাদেরকে আমি মহৎ বলে জানি।
-
আর নয় ভুল পথে জীবনে চলাচল
চলবো এখন থেকে আমি সঠিক রাস্তায়,
এই পন এই প্রতিক্ষা থাকবে জীবনে স্বরন
এতে যদি হয় হোক আমার মরণ।