আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে তৃণমুল জনগনের অভিযোগ ও করণীয় বিষয়ে পুলিশের সেবা প্রাপ্তির নিশ্চিত করতে ওপেন হাউজ ডে ও মতবিনমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেনের সভাপতিত্বে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার।

সভায় বক্তারা মাকদ ও ভূমি সমস্যাকে এলাকার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এর প্রতিকারে করণীয় বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সেবা প্রদানের সহযোগীতা কামনা করা হয়। প্রধান অতিথী অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার জমি নিয়ে বিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশের জেহাদ ঘোষণার আহ্বান জানান। তিনি শুধু মাদক সেবীই নয়, মাদকের ডিলারদের গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ও মাদকসেবীদের প্রদানের জন্য জনগনের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নকীব আকরাম হোসেনসহ স্থানীয় জনগন।

(টিবি/এসপি/মার্চ ১২, ২০১৯)