সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় উভয় পক্ষের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান জরিমানার এ অর্থ আদায় করেন। একই সঙ্গে মুচলেকা নিয়ে বিয়ে পন্ড করে দেয়া হয়।

ইউএনও জানান, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামের আব্দুল আজিজের মেয়ে আফরোজার (১৫) মাধাইনগর ইউনিয়নের গুড়মা গ্রামের সামছুল হকের ছেলে মামুন হোসেনের (২০) সঙ্গে বাল্যবিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বিয়ে বাড়িতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাল্যবিয়ে দেয়ার চেষ্টা করায় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত বসিয়ে বর পক্ষ ও কণে পক্ষের পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে বাল্যবিয়ে না দেয়ার শর্তে দু’পক্ষের মুচলেকা রেখে বিয়ের সব আয়োজন পন্ড করা হয়।

(এমএসএম/এসপি/মার্চ ১২, ২০১৯)