সিরাজগঞ্জ প্রতিমিধি : সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচন পরবর্তী সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে।  উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া ও পেঙ্গুয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের তিনজনকে আশংকাজনক অবস্থায় তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, নব-নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কর্মী সমর্থকরা
পরাজিত আওয়ামী লীগের প্রার্থী সঞ্জিত কর্মকারের কর্মী সমর্থকদের উপর ধারলো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে পেঙ্গুয়ারি গ্রামের মোকসেদ আলি (৩০), বিনসাড়া গ্রামের আব্দুল জলিল (২৮) ও আরিফুল ইসলামকে (৩৫) তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

(এমএসএম/এসপি/মার্চ ১২, ২০১৯)