রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পানিতে ডুবে দুই বছরের শিশু লাবিবের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নিজদেবপুর গ্রামে এ ঘটন ঘটে।

মৃত শিশু মাহির হোসেন লাবিব কালিগঞ্জের নিজদেবপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিব বাড়ীর উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানতা বশত সে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তার লাশ পুকুরের পানিতে ভেশে উঠে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(আরকে/এসপি/মার্চ ১২, ২০১৯)