গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে যাত্রী, দোকানী ও পথচারীসহ কমপক্ষে ২০জন আহত হয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ওই উপজেলার জানিপুর গ্রামের আখু তালুকদারের মেয়ে রিয়া (১৪), ঝালিঙ্গী গ্রামের হায়ফত খানের ছেলে আজিজুর রহমান (৩০), একই গ্রামের আয়নাল মিয়ার ছেলে আশিক (১২) বড় গোপালপুর গ্রামের খবির উদ্দিনের ছেলে খোকা আকন্দে (৭৫) নাম জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী বিআরটিসির একটি বাস গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের ঢোলভাঙা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের কয়েকটি টি-স্টল ও পানের দোকান ভেঙে একটি মনোহরী দোকানে ঢুকে পড়ে। এতে বাসে থাকা যাত্রী, দোকানী ও পথচারীসহ কমপক্ষে ২০জন আহত হন।

পলাশবাড়ী থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ওএস/এইচআর/জুলাই ২৪, ২০১৪)