মাদারীপুর প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসিমউদ্দিন কর্তৃক উপজেলা প্রকৌশলী মহিউদ্দিনকে পুলিশ দিয়ে হাতকড়া পড়ানোর প্রতিবাদে এবং ওই ইউএনও‘র শাস্তির দাবিতে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এলজিইডি ভবনের সামনে জেলায় কর্মরত নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলীসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে আন্দোলকারীরা এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, গত ৬ মার্চ বাহুবল উপজেলার নির্বাহী অফিসার মো. জসিমউদ্দিন ভূয়া বিল ভাউচার দিয়ে অনৈতিক সুবিধা নিতে গেলে উপজেলা প্রকৌশলী মহিউদ্দিন ওই বিল ভাউচারে স্বাক্ষর না দিয়ে আপত্তি জানান। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে পুলিশ ডেকে নিয়ে অফিস কক্ষের মধ্যে তাকে হাতকড়া পড়ান। একজন সরকারী গেজেটেড কর্মকর্তা হয়ে অপর একজন গেজেটেড কর্মকর্তাকে হাতকড়া পড়িয়ে অপমান করা হয়েছে বলে তারা উল্লেখ করেন।

তারা আরো বলেছেন, সরকারী কর্মচারী ২০১৮ এর ৪১ (১) ধারা অনুযায়ী কোন ফৌজদারী মামলায় আদালতে অভিযুক্ত হওয়ার আগে কোন সরকারী কর্মকর্তাকে নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গ্রেফতারের কোন বিধান নেই। অথচ, উপজেলা নির্বাহী অফিসার আইন অমান্য করে উপজেলা প্রকৌশলীকে হাতকড়া পড়িয়েছেন। এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিকার চেয়ে এলজিইডির প্রকৌশলীরা বিষয়টি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত অভিযোগ করেছেন। ইউএনও ইতোপূর্বে বিভিন্ন উপায়ে অনৈতিকভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও আন্দোলনকারীরা অভিযোগ করেন।

মানববন্ধনে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মো. জসিমউদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, মাদারীপুর এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী বাবুল আক্তার, সিনিয়র সহকারী প্রকৌশলী মামুন খান, সদর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহ আলম মিয়া, কালকিনি উপজেলা প্রকৌশলী এস.এম এলাহী, সহকারী প্রকৌশলী মো. রেজাউল করিম, সহকারী প্রকৌশলী কাজী মাহমুদুল্লাহ প্রমুখ।

(এএসএ/এসপি/মার্চ ১২, ২০১৯)