রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে দক্ষিন রায়পুর রহমানীয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাঙ্গন কর্মসূচির আওতায় মাদক বিরোধী গণসচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক এ এইচ এম আব্দুর রহিম । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়।

এসময় বক্তরা বলেন, মাদকদ্রব্য মানুষকে সৎসঙ্গ থেকে দূরে ঠেলে দেয়, পরিবার-পরিজন থেকে একা করে দেয়, হিতাহিত জ্ঞান নষ্ট করে। জীবন থেকে সব আনন্দ শুষে নিয়ে একাকীত্বের যন্ত্রণা এনে দেয়। যে বা যারা মাদক সেবন করে, তাদের কেউ ভালোবাসে না। সুতরাং বড় হতে চাইলে মাদককে না বলতে হবে। পরে সকল ছাত্র ছাত্রীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করন থানা ভার প্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া

(পিকেআর/এসপি/মার্চ ১২, ২০১৯)