সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া (নেত্রকোণা) : নেত্রকোনার কেন্দুয়ায় দুই দিনের স্বাধীনতা বই মেলার প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বই মেলার আহ্বায়ক কামরুল হাসান ভূঞার সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বই মেলাকে সুন্দর করে সাজাতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম।

সভায় তিনি জানান, ২৬ মার্চ বিকালে বই মেলার উদ্বোধন করবেন বুদ্ধিজীবী ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। মেলাকে প্রাণবন্ত করে তুলতে বিভিন্ন কর্মসূচি ও উপ-কমিটি গঠন করা হয়।

সভায় আরো বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, নাট্যকার রাখাল বিশ্বাস, প্রভাষক বদিউজ্জামান বকুল, শিক্ষক নেতা জাকির আলম, কবি নেহাল হাফিজ, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: মহিউদ্দিন সরকার, চর্চা সাহিত্য আড্ডার সমন্বয়কারী জিয়াউর রহমান জীবন, কোয়ালিটি লারনার্স স্কুলের পরিচালক প্রভাষক আসাদুল করিম মামুন, প্রভাষক আবুল কাশেম ও কবি জাহাঙ্গীর আলম লিটন।

বই মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কামরুল হাসান ভূঞা বলেন, দুই দিনের স্বাধীনতা বই মেলা আমাদের কেন্দুয়ার প্রাণের মেলা। এই মেলায় মুক্তিযুদ্ধ তথা নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বই পড়ার আগ্রহ বাড়াবে। তিনি সকলকে এই মেলায় আন্তরিক ভাবে সহযোগিতা করার আহ্বান জানান।

সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-ইমরান রুহুল ইসলাম বলেন, বই পড়ার কোন বিকল্প নেই। বই পড়ে মুক্ত চিন্তা ও মুক্ত বুদ্ধির বিকাশ ঘটে। তিনি অপসংস্কৃতি দূর করে মাদক নির্মূলে নতুন প্রজন্মকে বই পড়ার ক্ষেত্রে উৎসাহিত করতে হবে। তিনিও দুই দিনের বই মেলার স্টলগুলোতে বরেন্য কবি সাহিত্যিক ও লেখকদের বই সহ শিশুদের পড়ার উপযোগী বই উপস্থাপনের জন্য আহ্বান জানান।

(এসবি/এসপি/মার্চ ১২, ২০১৯)