জাবি প্রতিনিধি : র‌্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন ছাত্রীকে আজীবন বহিষ্কার ঘোষণা করা হয়েছে।

গত ২১ জুলাই ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক নিয়মিত সভায় বুধবার বিকাল ৪টায় এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কারাদেশপ্রাপ্ত ছাত্রীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল নিবাসী মার্কেটিং বিভাগের ৪২তম আবর্তনের শিক্ষার্থী রেজওয়ানা, রাফিয়া ও নিতু।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই এই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে একই বিভাগের ৪৩তম আবর্তনের শিক্ষার্থী মমতাজ আক্তার অন্তরা ভিসি বরাবর র‌্যাগিংয়ের অভিযোগ করেন।

জানা গেছে, বুধ ও বৃহস্পতিবার রাত ১২টার দিকে অভিযুক্ত শিক্ষার্থীরা অন্তরাকে তাদের রুমে যেতে বলেন। কিন্তু তার পরীক্ষা থাকার কারণে ওইদিন যেতে পারেননি বলে পরদিন শুক্রবার সকালে তার দুই সহপাঠীর মাধ্যমে তাকে আবারও ডাকানো হলে শেখ হাসিনা হলে যান অন্তরা। এ সময়ই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার স্বীকার হন তিনি।

এদিকে ২০০৮ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও প্রায়ই এর শিকার হচ্ছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। তবে র‌্যাগিং নিরসনে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে বলে দাবি বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনের।

(ওএস/এইচআর/জুলাই ২৪, ২০১৪)