কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরে কাপাসিয়া উপজেলা পরিষদের নিবার্চনে সকল ভুল বোজা বুজির অবসান ঘটিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহব্বান জানিয়েছেন সাংস্কৃতিক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও তথ্য মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সিমিন হোসেন রিমি এমপি।

তিনি গতকাল মঙ্গলবার রাতে ঢাকার বনানীতে তার নিজ অফিসে কাপাসিয়া উপজেলার আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অংগসংগঠন ও সহযোগি সংগঠনের নেতাদের প্রতি তিনি এ আহ্বান জানান।

সিমিন হোসেন রিমি বলেন, আমরা একটি দল করি সেই দলীয় সিদান্তের বাইরে আমরা যেতে পারি না, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার মনোনিত প্রার্থীর পক্ষে আমাদের কাজ করে আগামী উপজেলা পরিষদ নিবাচনে দলীয় প্রার্থীর জয় ছিনিয়ে আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, বিগত জাতীয় সংসদ নিবার্চনে আমার পক্ষে যে ভাবে কাজ করে আমাকে বিপুল ভোটে জয়ী করেছেন ঠিক তেমনী ভাবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে দলীয় প্রার্থীর বিকল্প আর কিছু নেই। তিনি বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমান হোসেন খান(নৌকা মার্কা), ভাইস চেয়ারম্যান প্রার্থী আসাদুজ্জামান আসাদ (তালা মার্কা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশনারা বেগম(কলস মার্কা)। তিনি দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে এক সাথে গনসংযোগ করার নিদেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন,কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ,উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমান হোসেন খান,কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যানও গাজীপুর জেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের দলীয় ভাইস চেয়ারম্যান প্রার্থী ও কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা পরিষদের দলীয় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কাপাসিয়া উজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রওশনারা বেগম, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম,সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন প্রধান, আওয়ামীলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আ. মজিদ দরজী, সিংহশ্রী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক মুজিবুর রহমান,আওয়মীলীগ নেতা মো. আফাজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেদুল ইসলাম সৈকত প্রমুখ।

(এসকেডি/এসপি/মার্চ ১৩, ২০১৯)