বাগেরহাট প্রতিনিধি : ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ- শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের পিটিআইয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে পিটিআইয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বাগেরহাটের জেলা প্রমাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিন, পিটিআই সুপার লস্কর সফি আহম্মেদ, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম প্রমুখ।

এসময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বিদ্যালয়ে গমনোপযোগী শিশুর শতভাগ ভর্তি, উপস্থিতিকরণ এবং মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন নিশ্চিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।

(এসএকে/এসপি/মার্চ ১৩, ২০১৯)