আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর মিষ্টির দোকান এবং ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বুধবার বেলা ১১টায় নগর ভোক্তা অধিকার সংরক্ষন সহকারী পরিচালক শাহ্ মোঃ সোহেব মিয়ার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নগরীর সদর রোডের মা মিস্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরি ও পোড়া তেল পাওয়ার অপরাধে ১৫হাজার টাকা জরিমানা আদায় করেন। একই এলাকার এফ. রহমান ওষুধের ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ সোহেব মিয়া বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।

(টিবি/এসপি/মার্চ ১৩, ২০১৯)