হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের হালুয়াঘাটের ইটাখলা গ্রামের মৃত ইদ্রিছ আরী তালুকদারের পুত্র হাবিবুল ইসলাম এর ফিসারিতে গতকাল দিবাগত রাতে একই গ্রামের হাবিকুল, রফিকুল, সিরাজুল ও আজিজুল ইসলাম এর বিরুদ্ধে পূর্ববিরোধের জের ধরে  বিষ প্রয়োগে দেশীয় জাতের প্রায় দের লক্ষাধিক টাকার শিং মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ ফিসারী মালিক হাবিবুল ইসলাম উল্লেখিত ব্যক্তিদের নামে হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, পূর্ববিরোধের জের ধরে উল্লেখিত বিষ প্রয়োগে দেশীয় জাতের প্রায়দের লক্ষাধিক টাকার শিং মাছ মেরে ফেলেছেন। অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দাবী করেন।

ক্ষতিগ্রস্থ ফিসারী মালিক হাবিবুল ইসলাম বলেন, ফিসারী সংস্কারের জন্য প্রায় ৬০ হাজার শিং মাছ একটি পুকুরে রেখে ছিলেন। আনুমানিক ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করা হয়েছে।

এ বিষয়ে রফিকুল গং বলেন, তাদেরকে ফাঁদে ফেলানোর জন্য মামলা করার চেষ্টা করছেন। তারা ফিসারীতে বিষ প্রয়োগ করেন নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার পিপিএম বলেন, তিনি অভিযোগটি পেয়েছেন। ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করেছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

(জেসিজি/এসপি/মার্চ ১৩, ২০১৯)