চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় নিহত শিশু আলিফ হোসেনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার রামচন্দ্রপুর গ্রামে গিয়ে নিহত শিশুর পরিবারকে এই সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। এসময় গুনাইগাছা ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম,ইউপি সদস্য মোজাম্মেল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও জানান, নিহতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা,২ প্যাকেট শুকনা খাবার ও ২টি কম্বল প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বিকেলে চাটমোহর উপজেলার রামচন্দ্রপুরে এলাকায় সড়ক তেলবাহী ট্যাংকলরীর চাপায় আলিফ হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়। আলিফ হোসেন ওই গ্রামের আকরাম হোসেনের ছেলে ও রামচন্দ্রপুর-মল্লিকচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর ছাত্র।

উল্লেখ্য, শিশু আলিফ রাস্তা পার হতে গিয়ে ফরিদপুরগামী তেলবাহী ট্যাংকলরী (ঢাকা মেট্টো ঢ-১৪-১৯৫০) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

(এসএইচএম/এসপি/মার্চ ১৩, ২০১৯)