নাটোর প্রতিনিধি : নাটোরের বাগাতিপাড়ায় র‌্যালী, আলোচনা সভা, বিভিন্ন ধরনের খেলা, দেয়ালিকা প্রদর্শনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ।

‘প্রাথমিক শিক্ষার দীপ্তি, উন্নত জাতির ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার সকালে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা রুম টু রিডের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পেরাবাড়িয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাসরিন বানু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে নাটোর-১ (বাগাতিপাড়া-লালপুর) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল রহমান, শিক্ষা অফিসার ফাইজুল ইসলাম, রুম টু রিডের ফিল্ড ম্যানেজার জয়নাল আবেদিন, প্রোগ্রাম অফিসার আব্দুস সাত্তার ও অন্যদের মধ্যে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

(এডিকে/এসপি/মার্চ ১৩, ২০১৯)