চাটমোহর (পাবনা) প্রতিনিধি : “নদী রক্ষা ও ব্যস্থাপনায় নারী”-এই প্রতিপাদ্য নিয়ে পাবনার চাটমোহরে বৃহস্পতিবার উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নদী কৃত্য দিবস। 

বড়াল রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে উপজেলার বিলচলন ইউনিয়নের বড়াল নদী পাড়ের কুমারগাড়া গ্রামের বড়াল বিদ্যা নিকেতন চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

বড়াল রক্ষা আন্দোলন কমিটির আহবায়ক ডাঃ অঞ্জন ভট্টাচার্যের সভাপতিত্বে ও মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব ও বাপা’র কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এস এম মিজানুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, পাবনা জেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব আ. হামিদ মাস্টার, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মির্জা আবু হায়াত মো. কামাল জুয়েল, প্রবীন সিপিবি নেতা সন্তোষ রায় চৌধুরী, কৃষকলীগের সভাপতি মান্নান মুন্নাফ, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, সাংবাদিক হেলালুর রহমান জুয়েল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি জয়দেব কুন্ডু, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ। সভায় বক্তারা দেশের অন্যতম নদী বড়াল প্রবাহমান করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানান।

একই সাথে বড়ালের দখল-দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। আগামী ৫ মে চাটমোহরে বড়াল কনভেনসন সফল করার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়। শেষে ছিলো বড়াল বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

(এসএইচএম/এসপি/মার্চ ১৪, ২০১৯)