আন্তর্জাতিক ডেস্ক : মুম্বাইয়ে অপারেশনের পর এক কিশোরের মুখ থেকে ২৩২টি দাঁত তুলতে সক্ষম হয়েছেন চিকিৎসকরা। এখন তার মুখে দাঁত রয়েছে ২৮টি।

মুম্বাইয়ের জেজে হাসপাতালের ডেন্টাল বিভাগের প্রধান ড. সুনন্দা দিওয়ারের তত্ত্বাবধানে সাত ঘণ্টা অপারেশনের পর আশিক গাভাইয়ের মুখের ডান পাশের চোয়াল থেকে দাঁতগুলো তোলা হয়। চিকিৎসক সুনন্দা বলেন, এটাকে টিউমারের মতো মনে হচ্ছিল। প্রথমে আমরা মূল বিষয়টি বোঝার চেষ্টা করি। যখন আমরা এর মুখ খুলি তখন এর ভেতরে ছোট ছোট দাঁতের মতো বের হতে থাকে। এরপর দাঁতগুলো সংগ্রহ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি। ত্রিশ বছরের ক্যারিয়ারে এর আগে এ ধরনের ঘটনা দেখিনি বলেও উল্লেখ করেন দিওয়ার।

আশিক গাভাইয়কে ১৮ মাসের এ যন্ত্রণা থেকে মুক্তি দিতে দুই সার্জন ও দুই অ্যাসিস্ট্যান্টসহ চারজনের টিম কাজ করেন। বিষয়টিকে ‘খুবই বিরল’ এবং ‘বিশ্বরেকর্ড’ বলে আখ্যায়িত করেছেন চিকিৎসকরা।

(ওএস/অ/জুলাই ২৪, ২০১৪)