বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহীন সরদার (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। এ ঘটনায় হাসি বেগম নামের একজনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। গুরুতর আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত শাহীন সরদার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদারের ছেলে।

পুলিশ জানায়, মহিষপুরা উত্তর চর গ্রামের কালাম সরদার- হায়দার শেখ টিটু প্রতিবেশী ও আত্মীয়। জমির সীমানার উপর দিয়ে যাতায়াত করা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৯ টার দিকে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ কিশোর শাহীন সরদারসহ উভয়পক্ষের ৭ জন গুরুতর হয়হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে শাহীন সরদার মারা যায়। এ ঘটনায় জড়িত হায়দার শেখ টিটুর শালিকা হাসি বেগমকে পুলিশ আটক করেছে।

(এসএকে/এসপি/মার্চ ১৪, ২০১৯)