মদন (নেত্রকোনা) প্রতিনিধি : শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে নেত্রকোনার মদনে  মুক্তিযোদ্ধা আব্দুল মালেক কে পিটিয়ে আহত করে  বসত ঘর ভাংচুর করেছে বলে এক খবর পাওয়া গেছে। এ সময় তাকে বাচাঁতে গিয়ে হাফেজ জালাল উদ্দিন, কবিতা ও ললিতা আহত হয়। আহত ৪জন কে মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা যায়, উপজেলার মাঘনা গ্রামে বুধবার বিকেলে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের নাতি জুনায়েদ(৭) এর সাথে একই গ্রামের কবিরের ছেলে আলীর (৬) তর্ক-বিতর্কের এক পর্যায়ের মারপিঠের ঘটনা ঘটে। এরই জের ধরে ওই রাতে কবির, আহাদসহ ৮/১০ জন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মালেকের বসত ঘরে হামলা করে ঘর ভাংচুর ও তাকে পিটিয়ে আহত করে। তাকে বাচাঁতে এগিয়ে আসলে হাফেজ জালাল উদ্দিন,কবিতা ও ললিতা আহত হয়।

প্রত্যক্তদর্শী ললিতা জানান, শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে বুধবার রাতে মুক্তিযোদ্ধা মালেকের বসত ঘরে তাকে মারপিট করতে থাকলে আমি ,হাফেজ জালাল উদ্দিন ও কবিতা ঘটনা স্থলে হাজির হলে আমাদেরকেও মারপিট করে। আমারা বর্তমানে মদন হাসপাতালে চিকিৎসাধীন আছি। এ ঘটনার ন্যায় বিচার চাই।

ওসি মোঃ রমিজুল হক মুক্তিযোদ্ধা আহত হওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে ব্যাবস্থা নেয়া হবে।

(এএমএ/এসপি/মার্চ ১৪, ২০১৯)