সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি : মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলায় ১১তম বেতন গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন করেছে। 

সিরাজদিখান উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের ব্যানারে বৃহস্পতিবার বিকাল ৩ টার সময় উপজেলা মোড়ের এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমাজের সভাপতি মোঃ মোবারক হোসেনর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেনর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন মামুন দিদার, তরিকুর ইসলাম, রোকসানা আক্তার, আবুল হাসনাত, মোঃ হানিফ, পলাশ পাল, জাহাঙ্গির আলম, সুমন মিয়া, বিপ্লব কর, স্বপন কুমার দত্ত, তরুন চ্যাটারর্জী,সামিতা ইয়াসমিন, মরিয়ম মালা, অভিজিৎ.প্রকাশ সরকার, নার্গিস আক্তার, শাহাদাৎ খান, আলাউদ্দিনসহ উপজেলার প্রাথমিককের সাধারন শিক্ষকবৃন্দ ।

বক্তারা বলেন একাদশ নির্বাচনের আগে মাননীয় প্রধান মন্ত্রী ভয়েস কলের মাধ্যমে শিক্ষকদের বেতন বৈষ্যমে নিরসনে প্রতিশ্রুতি দেন । প্রস্তাবিত বেতন গ্রেডে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন গ্রেড হলে পার্থক্য হবে চার হাজার সাত শত টাকা। পূর্বের বেতন গ্রেডে দুই হাজার তিন শত টাকা পার্থক্য ছিল। ফলে বৈষম্য আরো বাড়ছে। আমরা প্রস্তাবিত বেতন গ্রেডে প্রধান শিক্ষকের পরের গ্রেডে অথ্যাৎ ১১ তম গ্রেডে বেতনের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

(এসআরডি/এসপি/মার্চ ১৪, ২০১৯)