বিনোদন ডেস্ক : ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ মোশাররফ করিম ও কচি খন্দকার। ‘ক্যারাম’ দিয়েই প্রথম আলোচনায় আসেন অভিনেতা মোশাররফ করিম। তুমুল জনপ্রিয় হওয়া এ টেলিছবিটি রচনা করেছিলেন কচি খন্দকার। এরপর পৃথক পৃথক ভাবে অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। মজার ব্যাপার হলো সম্প্রতি তারা এক হয়েছেন ‘বাঙ্গি টেলিভিশন’ নামে একটি চ্যানেলকে ঘিরে।

এতে পরিচালক হিসেবে আছেন কচি খন্দকার আর ৩০ শতাংশ মালিকানা রয়েছে মোশাররফ করিমের। পাশাপাশি চ্যানেলটির ক্রিয়েটিভ বিভাগও দেখভাল করছেন এই অভিনেতা। তাদের এই টেলিভিশনের খবর জানা গেছিলো আগেই। নতুন খবর হল আগামী ১৬ মার্চ থেকে প্রচারে আসছে ‘বাঙ্গি টেলিভিশন’। এই চ্যানেলটির স্লোগান হল ‘ফাটে না ফাটাই’। এই ট্যাগ লাইন ধরে টেলিভিশনটি এগিয়ে যাবে।

মোশাররফ করিম বলেন, ‘পৃথিবীতে কতো ধরনের টেলিভিশন আছে। যেমন- স্পোর্টস, নিউজ, রান্না, অ্যাডভেঞ্চার, ট্রাভেল প্রভৃতি। ঠিক সে রকমের একটা টেলিভিশন বাঙ্গি টেলিভিশন! বাঙ্গি টেলিভিশন এর মূল উদ্দেশ্য নির্মল বিনোদনের মাধ্যমে মানুষের মন জয় করা।’

‘বাঙ্গি টেলিভিশন’ নামের এই নাটকটি ১৬ মার্চ থেকে সপ্তাহের প্রতি শনি, রবি ও সোমবার রাত ৯টায় নাগরিক টিভিতে প্রচার হবে।

নাটকটি প্রসঙ্গে কচি খন্দকার বলেন, ‘এই টেলিভিশনের মালিক ধনাঢ্য শিল্পপতি আবুল কাশেম। তিনি দুজন অন্যতম ক্রিয়েটিভকে ডিরেক্টর হিসেবে তার টেলিভিশনে যুক্ত করেছেন। তারা ক্রিয়েটিভ ডিরেক্টর এবং এই টেলিভিশনের মালিকানার সঙ্গে যুক্ত। এই টেলিভিশনে যেমন সিইও, হেড অব প্রোগ্রাম , হেড অব মার্কেটিং, প্রোগ্রাম প্রডিউসার-সহ অসংখ্য কর্মচারী-কর্মকর্তা যুক্ত। টেলিভিশনটার নাম বাঙ্গি কিভাবে হয়, মূলত এখান থেকেই এর কাহিনি সূচনা।’

বাঙ্গি টেলিভিশনের নাটকে আরও অভিনয় করেছেন জেনি, জুঁই, জান্নাতুল সুমাইয়া হিমি, এমিলা, রিফাত জাহান, মামুনুর রশিদ, আবুল হায়াত, রহমত আলী, ফারুক আহমেদ, শহীদুজ্জামান সেলিম, সাজু খাদেম, তারিক স্বপন, মুসাফির সৈয়দ বাচ্চু, রিফাত চৌধুরী প্রমুখ। অচিরেই যুক্ত হবেন আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী। ‘বাঙ্গি টেলিভিশন’র থিম সং-এর কথা লিখেছেন মারজুক রাসেল। সংগীত ও কন্ঠ দিয়েছেন পলাশ নূর।

বাঙ্গী টিভি প্রসঙ্গে নাগরিক এর অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘ মোশাররফ আর কচি খন্দকার দুজনে মিলে বাঙ্গী টিভি তৈরী করেছন। এর আইডিয়া দিয়েছেন নাগরিকের প্রধান নির্বাহি পরিচালক আব্দুন নূর তুষার। অনেকেই জানতে চেয়েছেন, নাটকের নাম আবার বাঙ্গী টিভি হয় কী করে? আমরা এখানেই র্দশকদের আশ্বস্ত করতে চাই এই বলে যে, আপনারা নাটক দেখলেই কেবল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।

আর একটি বিষয় না বললেই নয়, মোশাররফ অনেক নাটকে অভিনয় করেন এবং প্রযোজনা করেন, কিন্তু এই নাটকে কাজ করতে গিয়ে মোশাররফকে এত বেশি সময় দিতে হয়েছে যে, মাঝে মধ্যেই মোশাররফ পরিচালকের ওপর বিরক্ত হয়ে উঠতেন। মোশাররফ এই নাটকে চার থেকে পাঁচরকমের চরিত্রে অভিনয় করেছন। আমরা আশা করছি, বাঙ্গী মোশাররফ করিমের আরো একটি জনিপ্রয় নাটক হিসেবেই পরিচিতি লাভ করবে।’

(ওএস/এসপি/মার্চ ১৫, ২০১৯)