আলো হাসে নূর হাসে

আলো হাসে নূর হাসে
চাঁদ হাসে ঘরে
বাবা মা'র চোখে নূর
বুকে রাখে ধরে।

আলোকিত হবে নূর
বাবা মা যে চায়
আদরেতে রাখে কাছে
কী যে সুখ পায়।

নূর আঁকে ছবি আঁকে
ঝলোমলো ছবি
রঙ তুলি নিয়ে নূর
আঁকে রঙে সবই।

খেলা করে মিষ্টি মেয়ে
তাক ধিনা ধিন
বাবা মা'র পাশে থাকে
দুঃখ হয় লীন।

পড়া লেখা করে হবে
গুনী মেয়ে মিষ্টি
হাসি খুশি মুখখানা
মেলে সুখে দিষ্টি।

বই হাতে ঝকঝকে
ইশকুলে যায়
টুকটুকে সোনামণি
মিষ্টি গান গায়।

নূর যেনো আলো জ্বালে
খোলা মন দিয়ে
বাবা মা'র আশা কতো
নূর মণি নিয়ে।