মাগুরা প্রতিনিধি : “নিরাপদ মানসম্মত পণ্য ”এ প্রতিপাদ্য নিয়ে  মাগুরায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে । 

এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০ ট্য়া মাগুরা কালেক্টরেট চত্বর থেকে একটি রালী শহর প্রদক্ষিণ করে । র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয় ।

র‌্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মামুনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহবুবুর রহমান।

বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আক্তারুন্নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাসুদেব কুন্ডু , মাগুরা এজি একাডেমীর প্রধান শিক্ষক মুক্তাদির রহমান ও শিক্ষার্থী সাদিয়া প্রমুখ ।

সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯,ভোক্তা-অধিকার বিরোধী কার্য , অপরাধ ও দন্ড সর্ম্পকে আলোচনা করা হয় । অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ সর্ম্পকে রচনা ক্রতিযোগিতায় অংশ নেওয়া ৩ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয় ।

জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ,মাগুরা এ দিবসের আয়োজন করে ।

(ডিসি/এসপি/মার্চ ১৫, ২০১৯)