নওগাঁ প্রতিনিধি : ‘নদী বাঁচলে মানুষ বাঁচবে’ স্লোগানে নদীকৃত্য দিবস উপলক্ষে নওগাঁয় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নওগাঁ ছোট যমুনা নদীতে শহরের ধোপাপাড়া পারঘাটিতে স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদ নওগাঁ ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন জেলা শাখা (বাপা) উদ্যোগে এ কর্মসূচী পালিত হয়।

এসময় বাপার সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, একুশের পরিষদের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল, সাধারন সম্পাদক এমএম রাসেল। ছোট যমুনা নদীতে নৌকার উপর অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠন ও সচেতনা অংশ নেয়।

বক্তারা বলেন, বাসাবাড়ির ও কলকারখানার দূষিত বর্জ্য নদীতে ফেলায় দূষিত হচ্ছে। এতে পানিতে বসবাসরত জলজপ্রাণী মারা যাচ্ছে। নদী আমাদের মা। তাই এ নদীকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে।

(বিএম/এসপি/মার্চ ১৫, ২০১৯)