রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে “ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ছ বিশ্ব ভোক্তা অধিকার দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র‌্যালী পরিষদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামাল হোসেন, রায়পুর এলএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, সরকারি মাচ্চেন্টস একাডেমীর সহকারী প্রধান শিক্ষক জিল্লুর রহমান, সাংবাদিক তাবারক হোসেন আজাদসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্ধ অংশ নেন ।

(পিকেআর/এসপি/মার্চ ১৫, ২০১৯)