রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রায়পুরে মশার উপদ্রবে পৌর এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। পৌর এলাকার বাসাবাড়ি, দোকানপাট, স্কুল-কলেজ, অফিস-আদালতসহ সর্বত্রই মশা আর মসা। দিন দুপুরে আলোবাতাসেও মসা জেকে বসে মানুস্য শরীর পেলেই। মশার কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টাঙিয়ে মশার উপদ্রব থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করছেন পৌরবাসী। কিন্তু তাতেও কাজ হচ্ছে না। দিনেও বাচ্চাদের মশারি টাঙিয়ে ঘুম পাড়াতে হয়। বর্তমানে মশার উপদ্রবের ভয়াবহ পরিস্থিতিতে কতৃপক্ষের কোনও খেয়াল নেই। এই কারণে ক্ষুব্ধ মনভাব প্রকাশ করেছেন পৌরবাসী। যে কোনও সময় তারা মশার উপদ্রব থেকে রেহাই পেতে রাস্তায় নামতে পারে। 

পৌর শহরের ১ নং ওয়ার্ডেও বাসিন্দা বাহার, জসিম, মোহন জানিয়েছেন, কিছুদিন ধরে এ এলাকায় মশার উপদ্রব এত বেড়েছে যে, বাসায় থাকাই দুষ্কর। রুমের ভেতর কয়েল বা স্প্রে ব্যবহার করে মশার উপদ্রব থেকে রক্ষা পাওয়া গেলেও খাওয়া বা গোসলের সময় মশার কামড়ে অতিষ্ঠ হতে হচ্ছে।

(পিকেআর/এসপি/মার্চ ১৫, ২০১৯)